রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, স্বনির্ভর ও জনগণের অধিকারভিত্তিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে”— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারী হেলাল।
তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের নেতৃত্বের আশা। এই দুই নেতার দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব। তৃণমূল পর্যায়েই দলের আসল শক্তি— তাই নারী নেত্রীদের ভূমিকা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তেরখাদা উপজেলা মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেরখাদা বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় উপজেলা ও জেলা বিএনপি, মহিলা দল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফাতেমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির নেতা আব্দুস সালাম মল্লিক ও শেখ আবু সাঈদ।
এছাড়া উপজেলা বিএনপি’র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— চৌধুরী কওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ. এম. হাবিবুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, কালাম লস্কর, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু মোল্লা, এস. কে. নাসির আহমেদ, আবুল বাশার, মোবাশ্বের আলম, ইমদাদুল ইসলাম, সাইফুল ইসলাম মোড়ল, জাহিদুল ইসলাম, খাঁন গিয়াস উদ্দিন, এ্যাডভোকেট শহীদুল ইসলাম, সোহাগ মুন্সী, রাজু চৌধুরী, রমিজ শেখ, সাবু মোল্লা, তৌহিদুল ইসলাম, ফেরদাউস মেম্বার, সাব্বির আহমেদ টগর, ঈসান মোল্লা ও রাব্বি হোসেন। অন্যদিকে, উপজেলা মহিলা দলের নেত্রী রুপালি বেগম, লাকী বেগম, আসমা বেগম, রাবেয়া বেগম, ফিরোজা বেগম, লাভলী বেগম, রানী বেগম ও মনিরা বেগমসহ উপজেলা বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
আজিজুল বারী হেলাল আরও বলেন, “বিএনপি কোনো ব্যক্তির দল নয়, এটি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি আন্দোলন। খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব ও তারেক রহমানের দূরদর্শী দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”