মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার চর জামরিলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ চঞ্চল মোল্যা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী ওই গ্রামের রিকাইল শেখের ছেলে মোঃ রনি শেখ পালিয়ে যায়। ১৩ আগষ্ট (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় তাকে আটক করা হয়।
আটককৃত চঞ্চল মোল্যা উপজেলার যাদবপুর গ্রামের মোঃ মাহবুব মোল্যার ছেলে। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল উপজেলার চরজামরিলডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে ৩৮০ গ্রাম গাঁজাসহ চঞ্চলকে আটক করে এবং তার পলাতক সহযোগীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে এএসআই মাহাফুজুর রহমান বলেন, আটকপূর্বক চঞ্চল মোল্যাকে জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।