কোটালীপাড়া প্রতিনিধি
বাংলাদেশ মজলিসুল মোফাসসীরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদ বলেছেন, “এ দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিআর (Proportional Representation) পদ্ধতির বিকল্প নেই।” তিনি বলেন, দেশের ৩১টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল ইতোমধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সকল দলের অংশগ্রহণে একটি শক্তিশালী ও কার্যকর জাতীয় সংসদ গঠন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
শুক্রবার স্থানীয় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখা আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হামিদ আরও বলেন, “আগামীতে এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সৎ ও যোগ্য মানুষের নেতৃত্বে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে উঠবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর সোলায়মান গাজী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করীম, সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া শাখার নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, মাওলানা আবুল বাশার, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা সাদ আহম্মেদ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওমর ফারুক ও মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।
গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খান তার বক্তব্যে বলেন, “দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। অন্যায় ও অপরাধ প্রতিরোধ করে দেশে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.