স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা ইউনিয়নের দৌলতপুর রাধাগোবিন্দ মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় মন্দির প্রাঙ্গণের নাট মন্দিরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেখর চন্দ্র সাহা এবং সঞ্চালনা করেন ফাল্গুনী বিশ্বাস চন্ডি।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও সমাজসেবক শ্যামল কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিত্রশিল্পী নারায়ণ চন্দ্র বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক রমেশ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল বিশ্বাস, সমাজসেবক অশোক ঘোষ, পরিতোষ পাল এবং ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ডুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে শ্যামল কুমার সাধুখাঁকে সভাপতি, ভবদেব সাহাকে সাধারণ সম্পাদক এবং সুশান্ত কুমার সাহা শান্তকে কোষাধক্ষ্য করে ১৫১ সদস্য বিশিষ্ট দৌলতপুর রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় আগামী ১৫ ডিসেম্বর মন্দির প্রাঙ্গণে ৬৮তম ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নামসংকীর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.