কিছুদিন আগেই অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে উত্তপ্ত ছিলো হলিউড। শোনা যায়, প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু কে ভেবেছিল, মাত্র নয় মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় হবে না! অতঃপর, আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।
বয়সে ২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি অবস্থায় ক্যামেরাবন্দি হয়। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা। পরবর্তীতে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সে সময় আলোচনায় আসে।

টম ক্রুজের জন্য এটি নতুন কিছু নয়। এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এরপর বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও আলোচনায় ছিল, যা প্রায় দশ মাস স্থায়ী ছিলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.