Nabadhara
ঢাকাশনিবার , ১৪ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১টি মুদিদোকানে দুই লক্ষাধিক নগদ টাকা সহ মালামাল চুরি

MEHADI HASAN
আগস্ট ১৪, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ

কচুয়ায় ১টি মুদিদোকান চুরি,দুই লক্ষাধিক নগদ টাকা সহ মালামাল চুরি। জানা যায় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোট আন্ধার মানিক গ্রামের মৃত:পতিত পবন রায়ের পুত্র রমেন্দ্র নাথ রায় আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত রাহুল ট্রেডার্স এন্ড ভ্যারাটি স্টোর নামে ১টি মুদিদোকানে ব্যাবসা করেন। দোকান্দার প্রতিদিনের ন্যায় গতকাল রাত ৯টায় দোকান বন্ধ করে দোকানের ড্রয়ারে টাকা রেখে বাড়ি চলে যায়। পরের দিন সকালে দোকানে এসে দোকানের তালা খুলে দেখেন যে, তার দোকানের পিছনের দিকের বারান্দার চালের টিন কেটে চোরেরা দোকানে ঢুকে দোকানের ড্রয়ারগুলো ভেঙ্গে দোকানে রাখা সুপারী বিক্রির ও ডিপিএস ভাঙ্গানোর প্রায় ২ লক্ষ ৫০ হাজার নগদ টাকা, ২টি আইডি কার্ড ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে দোকানের মালিক রমেন্দ্র নাথ রায় কচুয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকানের মালিক মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদের প্রতিনিধিকে জানান।

এছাড়া গত ১০ আগস্ট গভীর রাতে কচুয়া ইউনিয়নের বারুইখালী গ্রামের মৃত সায়েবালী খানের পুত্র সোহেল খানের বাড়ির ঘরের পিছনের বেড়া ভেঙ্গে দরজা খুলে ঘরে ঢুকে নগদ ১লক্ষ টাকা ও ৩টি এন্ড্রয়েট মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে সোহেল সেখ কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।