নাজিম বকাউল, ফরিদপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কাইচাইল ইউনিয়নের শ্রীরামপট্টি বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু।
স্থানীয় বিএনপি নেতা ফজলুল হক মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই আগামী দিনের সংগ্রামের রূপরেখা।”
বক্তারা ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করারও আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শ্রীরামপট্টি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।