জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
মুক্তিযোদ্ধা মেজর অব. সোলাইমান বলেছেন, দেশের মাটিতে থাকা ভারতের অনুগত বা ‘দালাল’ সেনাকর্মকর্তাদের বিচার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ জাতীয় অপরাধী সেনাকর্তাদের সেনাবাহিন্যে থাকার কোনো স্থান নেই।
শনিবার (১৮ অক্টোবর) সকালে সোনাগাজী পৌর শহরের হারবি কনভেনশন সেন্টারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা) এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. সোলাইমান উপরোক্ত দাবি করেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীতে থাকা অবস্থায় তাঁরা দেশের জন্য লড়েছেন; আজ সেই বৈমানিকতা ও নৈতিকতার বিরুদ্ধে যারা কাজ করছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
মেজর অব. সোলাইমান আরও বলেন, কিছু ক্ষমতাবান সেনাকর্মকর্তাকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নজিরবিহীনভাবে মেধাবী অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কর্মকর্তাদের সঠিক সম্মান না দেওয়া হয়েছে—এসব ঘটনার বিরুদ্ধে জাগরণ প্রয়োজন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে কোনো অপরাধী সেনাকর্মকর্তা সেনাবাহিনীতে অবস্থান করবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন অব. আবুল হাশেম এবং সঞ্চালনা করেন সার্জেন্ট অব. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা হাবিব উল্যাহ বাহার ও আবদুল হাদী। অন্যান্য প্রতিনিধিরা বক্তব্যে স্বাধীনতা ও দেশপ্রেমের জন্য নিবেদিত সেনাবাহিনী গঠনের ওপর জোর দেন।
সম্মেলনে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইস্রাইলকে সভাপতি এবং সার্জেন্ট মো. লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন সিনিয়র সহসভাপতি মো. আবদুল হক, সহসভাপতি জসিম উদ্দিন, শেখ ফরিদ, সহসাধারণ সম্পাদক মো. রবিউল হক, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন চৌধুরী প্রমুখ।
সম্মেলনে উপস্থিতরা দেশ ও সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সম্মান নিশ্চিতকরণ ও দেশের সুস্থ নিরাপত্তা পরিবেশ রক্ষায় মনোযোগী থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.