ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর তীরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি বলেন, “দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসতে হবে। এটি শুধু মাছ সংরক্ষণ নয়, ভবিষ্যতের বিনিয়োগও বটে। একটি মা ইলিশ থেকে লাখো পোনা জন্ম নেয়, যা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের সচেতন করতে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন। বক্তারা সবাইকে নিষিদ্ধ সময়কালে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সরকারের সহায়তায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.