তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় লালন সাঁই-এর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ১৭ অক্টোবর ২০২৫ তারিখ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর জামান, ভোলা কলেজের অধ্যাপক আব্দুল হালিম, সরকারি মহিলা কলেজের অধ্যাপক রিয়াজ উদ্দিন, সাংবাদিক ও এডভোকেট নজরুল অনু এবং সাংবাদিক নাসির লিটন প্রমুখ। বক্তারা লালন সাঁই-এর তত্ত্ব ও দর্শন, মানবতা, ধর্মীয় সহিষ্ণুতা ও সমাজ সংস্কারে তার অবদানের ওপর আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে লালন সাঁই-এর গান পরিবেশন করা হয়। দুই পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তালহা তালুকদার বাঁধন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা গান ও বক্তব্যের মাধ্যমে লালন সাঁই-এর ভাবগম্ভীর জীবন ও শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.