শরিফুল ইসলাম, নড়াইলঃ
সন্ত্রাসী হামলায় আহত নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার হোসেন মোল্যা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মাহাবুব রহমান জানান, গত ১০ জানুয়ারি তার বাবা ছানোয়ার হোসেন বাড়ি থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোড়াবাদুরিয়া এলাকায় পৌঁছালে দত্তপাড়া গ্রামের ৮ থেকে ১০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে ছানোয়ার হোসেনসহ দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে ছানোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে যশোরে মারা যান।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।