মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
কালিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ আগষ্ট (রোববার) সকালে উপজেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ এর সাংসদ বি,এম,কবিরুল হক। উপজেলা কৃষিকর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও পৌর মেয়র ওয়াদিুজ্জামান হীরা। আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমদাদ মোল্যা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোখসানা খাতুনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও আওয়ামী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বর্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলার বড়দিয়া হাইস্কুল প্রাঙ্গনে নড়াইল জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সজিব মোল্য ও লোহাগড়া উপজেলা আ’লীগ নেতা মোঃ শরিফুল ইসলাম (বাহার) এর উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বর্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বাজার জামে মসজিদে দোয়া মাহফিল শেষে গণভোজের আয়োজন করা হয়।
এ সময় জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ পার্শ্ববর্তী সকল ইউনিয়ন আ’লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।