Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে তিন ইউনিয়নবাসীর বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তিন ইউনিয়নের শত শত মানুষ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদরের রতনকান্দি হাটে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন রতনকান্দি, শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নের এলাকাবাসী।

 

বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মশিউর রহমান লিটন এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন আবু হাসান, জাহাঙ্গীর আলম তারেক, ইমরান হোসেন ইমন, রুহুল আমিন, শাহ আলম মাস্টার, আল আমিন, আক্তারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

বক্তারা অভিযোগ করেন, ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে যমুনার বিভিন্ন পয়েন্টে এবং তীর ঘেঁষে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্রোতের গতিপথ পরিবর্তন হয়ে ডানতীরে আঘাত হানছে, ফলে নতুন করে ভাঙন দেখা দিচ্ছে। একই সঙ্গে বহু চর কেটে ফেলা হচ্ছে, যা নদীতীর রক্ষা প্রকল্পের কার্যকারিতাকে হুমকির মুখে ফেলছে।

 

তারা আরও জানান, এমন অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ছয় ইউনিয়নের হাজারো মানুষ নদী ভাঙনের ঝুঁকিতে পড়বে। বক্তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

 

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনসহ আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।