সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তিন ইউনিয়নের শত শত মানুষ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদরের রতনকান্দি হাটে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন রতনকান্দি, শুভগাছা ও গান্ধাইল ইউনিয়নের এলাকাবাসী।
বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মশিউর রহমান লিটন এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন আবু হাসান, জাহাঙ্গীর আলম তারেক, ইমরান হোসেন ইমন, রুহুল আমিন, শাহ আলম মাস্টার, আল আমিন, আক্তারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে যমুনার বিভিন্ন পয়েন্টে এবং তীর ঘেঁষে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্রোতের গতিপথ পরিবর্তন হয়ে ডানতীরে আঘাত হানছে, ফলে নতুন করে ভাঙন দেখা দিচ্ছে। একই সঙ্গে বহু চর কেটে ফেলা হচ্ছে, যা নদীতীর রক্ষা প্রকল্পের কার্যকারিতাকে হুমকির মুখে ফেলছে।
তারা আরও জানান, এমন অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ছয় ইউনিয়নের হাজারো মানুষ নদী ভাঙনের ঝুঁকিতে পড়বে। বক্তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।
এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনসহ আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.