দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন দাবির পক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জড়ো হন এবং শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের মানোন্নয়নের লক্ষ্যে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫% হারে বাড়িভাড়া ভাতা নিশ্চিত করা।
২. সকল শিক্ষক-কর্মচারীর জন্য শতভাগ উৎসব ভাতা প্রদান।
৩. চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক ১৫০০ টাকা নির্ধারণ।
৪. ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ।
৫. অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ।
৬. প্রস্তাবিত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দ্রুত এমপিওভুক্তকরণ।
৭. স্বৈরাচারী সরকারের আমলে বকেয়া থাকা এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ।
সংগঠনের নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ এই ন্যায্য দাবিগুলোর জন্য আন্দোলন করে আসছে। এসব দাবি পূরণ না হলে শিক্ষক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
স্মারকলিপি প্রদান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.