জয়পুরহাট প্রতিনিধি
সার ডিলার নিয়োগ ও বিপণন নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন স্থগিত এবং বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিসিআইসি’র সার ডিলাররা।
সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিএফএ নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএফএ জয়পুরহাট জেলা শাখার সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী। বক্তব্য রাখেন সহ-সভাপতি বেলাল হোসেন মন্ডল, সুকুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম এবং বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু, ইসমাইল হোসেন টুকু ও আব্দুল হাসিব।
বক্তারা তাদের দাবিসমূহ তুলে ধরেন, যার মধ্যে প্রধানত ছিল:
- ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রস্তাবিত নতুন ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত রাখা,
- ২০০৯ সালের পরীক্ষিত ও বাস্তবভিত্তিক নীতিমালা বহাল রাখা,
- এবং ডিলারদের কমিশন বাস্তবতার নিরিখে বৃদ্ধি করা।
বক্তারা বলেন, “বর্তমান খসড়া নীতিমালা বাস্তবতা বিবর্জিত এবং মাঠপর্যায়ে কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে।”
তারা আরও জানান, যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।