Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিসমূহ:

১. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৪৫% হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ।
২. চিকিৎসা ভাতা মাসিক ১,৫০০ টাকা নির্ধারণ।
৩. শতভাগ (১০০%) উৎসব ভাতা প্রদান নিশ্চিত করা।
৪. প্রস্তাবিত ১,০৭৯টি ইবতেদায়ী মাদ্রাসাকে অবিলম্বে এমপিওভুক্ত করা।
৫. নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে দ্রুত এমপিওভুক্ত করা।
৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া ভাতা দ্রুত পরিশোধ করা।
৭. স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষকরা যারা এখনো তাদের পাওনা বুঝে পাননি, তাদের বকেয়া পরিশোধে নির্বাহী আদেশ জারি করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে শিক্ষকদের ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শিক্ষক বঞ্চিত হলে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়।”

তারা আরও জানান, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিনের হলেও এখনো বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। সরকারের প্রতি তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।