হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক মুকসুদপুর শাখা ৬ হাজার ৪০০টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে । জাতির পিতার স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে বিশেষ কর্মসূচি পালন করছে। বিশেষ এ কর্মসূচি সফল করতে গ্রামীণ ব্যাংক, মুকসুদপুর শাখার সদস্য ও সহকর্মীদের অংশগ্রহণে ৬ হাজার ৪০০ টির অধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুকসুদপুর আজ (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মুকসুদপুর শাখার মাধ্যমে ৬ হাজার ৪০০ টি গাছের চারা বিতরণ করে।
কেন্দ্র সদস্যদের মাঝে ঐ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর শাখা ম্যানেজার সৈয়দ রিয়াদুল ইসলাম। মাঠ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশীদ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ফরিদ মিঞা প্রমুখ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মুকসুদপুর গ্রামীণ ব্যাংকের প্রত্যেক সদস্য ও সহকর্মীগণ ২ টি করে গাছের চারা লাগানোর মাধ্যমে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচিতে সম্পৃক্ত হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরহমানের ৪৬তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুকসুদপুর শাখা অফিস, গ্রামীণ ব্যাংক দোয়া মাহফিলে জাতির পিতার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করা হয় ।