স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে “সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট” প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার (কৃষিবিদ) ড. নাজমুন নাহার।
কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার (কৃষিবিদ) রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার (কৃষিবিদ) রায়হানুল ইসলাম চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার (কৃষিবিদ) আরাফাত হোসেন, জাহিদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে খাল ও পুকুর সংস্কারের ফলে কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। জলবায়ু সহিষ্ণু ধানের জাতের পাশাপাশি মিষ্টি কুমড়া, লাউ, শসা, তরমুজসহ বিভিন্ন সবজিতে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
তারা আরও বলেন, প্রকল্পের আওতায় দেশি মাছের অভয়াশ্রম তৈরি হওয়ায় মাছ উৎপাদন বেড়েছে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমেছে, ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাচ্ছে। খাল ও পুকুর পুনঃখননের মাধ্যমে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।
কর্মশালায় ড. নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।