মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাঙচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে স্থানীয় এক সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে। এ ঘটনায় শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কামরুল হাসান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের রায়হান উদ্দিনের ছেলে কামরুল হাসান পার্শ্ববর্তী ত্রিবেনী ইউনিয়নের ১৬ নং পদমদী মৌজায় আরএস খতিয়ান ২০৫ ও ২৩১ নং দাগে ৪.৯৯ শতাংশ জমি খরিদ সাপেক্ষে ক্রয় করেন এবং গত এক বছর ধরে জমিতে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, স্থানীয় কিছু চাঁদাবাজ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং জমির ফসল নষ্ট করার ভয় দেখায়। উপায়ন্তর না দেখে কামরুল হাসান গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে শৈলকুপা থানায় জিডি নং-১৩৪১ দায়ের করেন।
এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে চাঁদাবাজরা। গত ৪ অক্টোবর ২০২৫ বিকেলে কামরুল বসতঘর নির্মাণ করতে গেলে হালিম, রুবেল, মহির, শহিদুল ও মনিরুলসহ বেশ কয়েকজন হামলা চালিয়ে নির্মাণাধীন টিনসেড ঘর ভেঙে ফেলে এবং শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার পর তারা জমিতে থাকা ফসলে বিষাক্ত ওষুধ ছিটিয়ে ফসল নষ্ট করে দেয়।
ভুক্তভোগী কামরুল হাসান সাংবাদিকদের জানান, তিনি বৈধভাবে জমি ক্রয় করেছেন এবং সমস্ত দলিলপত্র সঠিক। কিন্তু স্থানীয় চাঁদাবাজদের টাকা না দেওয়ায় তাকে ঘর নির্মাণ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
জমির বৈধ কাগজপত্র, ক্ষতিগ্রস্ত ঘরের ছবি ও চাঁদাবাজদের তালিকা সংযুক্ত করে তিনি ২০ অক্টোবর ২০২৫, সোমবার সাংবাদিকদের কাছে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “অভিযোগ হাতে পাওয়ার পর এসআই মান্নানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”