Nabadhara
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল নয়, শক্তিশালী প্রতিপক্ষ হতে চায় এনসিপি – সারজিস আলম”

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

“জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার মতো রাজনীতি করতে আসেনি এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। আমরা আগামী বাংলাদেশে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই।” — বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম আরও বলেন, “শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন আমাদের সাথে ইচ্ছেমতো আচরণ করতে পারে না। প্রতীক দিতে হবে, না দিলে এর আইনগত ব্যাখ্যা দিতে হবে। আমরা আইনগতভাবেও লড়বো, প্রয়োজনে রাজনৈতিকভাবে রাজপথেও নামবো।”

তিনি বলেন, “আমরা দায়সারা রাজনীতি করতে আসিনি। জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। জুলাই সনদে উল্লেখিত বিষয়গুলো যদি বাস্তবায়নযোগ্য না হয়, তাহলে সেটা আমরা সই করেও কাজের কাজ করবো না। রোডম্যাপ ও নিশ্চয়তা ছাড়া কেবল নামে স্বাক্ষরের রাজনীতি এনসিপি করে না।”

সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।