মোঃ মিজানুর রহমান, কালকিনি–ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বীরমোহন উচ্চ বিদ্যালয়ের পাঁচ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে পাঁচজন অভিভাবক সদস্য নির্বাচিত হন। সিলেকশন বোর্ডের মাধ্যমে সাধারণ সদস্য পদে চারজন পুরুষ ও একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়।
নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন—
মো. হান্নান হাওলাদার, রাহাত আজিম খান (রনি), শাহাবুদ্দিন হাওলাদার এবং মোয়াজ্জেম হোসেন আকন (মুন্না)।
সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেহানা খানম।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।