শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি। বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় আশরাফুল তার নানাবাড়ি সমশ্চুড়ায় থেকে পড়াশোনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও আশরাফুল স্কুলে যায় এবং দুপুরে বাড়ি ফিরে আসে। পরে বিকেলে সে তার নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে ডুবে যায় সে। প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশু আশরাফুলের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও প্রতিবেশীদের মাঝে চলছে শোকের মাতম।