রায়হান আহমদ, যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মশিউর রহমান (শ. ম. র.) হল ও মুন্সী মেহেরুল্লাহ হলের সামনের সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল নয়টা থেকে যবিপ্রবিতে রাস্তার এ সংস্কার কাজ শুরু হয়। শহীদ মশিউর রহমান হল ও মুন্সি মেহেরুল্লাহ হল কে প্রধান সড়কের সঙ্গে সংযুক্তকারী এ রাস্তাটির দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী ছিল। বর্ষাকালে শিক্ষার্থীদের ভোগান্তি ছিলো চোখে পড়ার মতো। সামান্য বৃষ্টিতে কাদা ও জলবদ্ধতা হলের শিক্ষার্থীদের কাছে নতুন কিছু নয়। বর্ষাকালে শিক্ষার্থীদের চলাচল এক ধরনের কোনঠাসা হয়ে পড়েছিল। দীর্ঘদিন থেকে সমালোচিত এ রাস্তাসমূহ সংস্কারে মনোনিবেশ করেছে যবিপ্রবি প্রশাসন।
এ ব্যাপারে যবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নিরুপম বলেন, রাস্তা সংস্কারের কাজটি অবশ্যই প্রশংসারযোগ্য। এতে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে ও দৈনন্দিনের চলাচল সহজ হবে।
সংস্কার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ বলেন, আমরা এক নতুন পরিকল্পনা অনুযায়ী রাস্তাটিকে সাজাচ্ছি।মাঝখানে সামান্য উঁচু রাস্তাটির উভয় পাশে থাকবে পানি নিষ্কাশন ব্যবস্থা। বর্ষার অতিরিক্ত পানির ড্রেনের মাধ্যমে নিষ্কাশিত হবে। রাস্তাটিতে ব্যবহার করা হবে এক বিশেষ ধরনের ইউনিব্লক যা টেকসই এবং দৃষ্টি নন্দন।শুরুতে সিমেন্ট এবং ইটের খোয়া দিয়ে ঢালাই করছি। এই ঢালাই এর উপর বসানো হবে ইটের মতো পুরু বিশেষ ধরনের ইউনিব্লক। আগামী এক মাসের মধ্যে রাস্তার সংস্কার কাজ শেষ হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.