বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
সুশাসনের জন্য নাগরিক—সুজনের জামালপুর জেলা কমিটির নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় দুই বছর মেয়াদি এই ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে অজয় কুমার পালকে সভাপতি ও মোহাম্মদ সাজ্জাদ হুসেনকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুজন জামালপুর জেলা কমিটির সহ-সভাপতি শামীমা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ময়মনসিংহের আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কন্যা শিশু এডভোকেসী ফোরাম ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক কাব্য সুমী সরকার, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, উন্নয়নকর্মী ফাতেমা নার্গিস, সমাজকর্মী মোহাম্মদ রাসেল মিয়া, ও সাংবাদিক আসমাউল আসিফসহ অন্যানরা।
বক্তারা বলেন, সুজন একটি অরাজনৈতিক ও দেশীয় অর্থায়নে পরিচালিত নাগরিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সুশাসন ও নাগরিক অধিকারের প্রতিষ্ঠায় কাজ করছে। তাদের আন্দোলনের ফলে দেশের রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থায় বহু সংস্কার সাধিত হয়েছে এবং বেশ কিছু দাবি আইনে রূপ পেয়েছে।পরে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন,সহ-সভাপতি শামীমা খান, অ্যাডভোকেট ইউসুফ আলী, মশিউর আলম বাবলু,সহ-সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, ইমরান আলম রোজ,সাংগঠনিক সম্পাদক আসমাউল আসিফ, কোষাধ্যক্ষ ফাতেমা নার্গিস,প্রচার সম্পাদক মাহবুব রহমান,দপ্তর সম্পাদক সাজেদা পারভীন ঝিনুক,নির্বাহী সদস্য বিবেকানন্দ কর্মকার, দেওয়ান আব্দুল মালেক, জাবেদ আলী, সোহানুর রহমান, সাইফুল ইসলাম বিপ্লব, রেনু খানম, পারভেজ সরকার, ও মৌসুমি কিবরিয়া।
নতুন নেতৃত্বের অধীনে সুজন জামালপুর জেলা কমিটি সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.