মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর-রশিকপুর স্লুইস গেটে ভৈরব নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মাহির হোসেনের ছেলে কৌশিক আহমেদ (১৮) ও টেংরামারি গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর হোসেন নিলয় (১৮)। তানভীর মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর স্লুইস গেটে গোসল করতে যান। এ সময় নদীতে পানির স্রোত বেড়ে গেলে কৌশিক ও তানভীর তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা এবং স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে উদ্ধার সম্ভব না হওয়ায় খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডেকে আনা হয়। সন্ধ্যা ৭টার দিকে ডুবুরি দল পৌঁছে অভিযান শুরু করে এবং রাত ৮টার দিকে একজন ও সাড়ে ৮টার দিকে অপরজনের মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়। পরে খুলনা ডুবুরি দল এসে উদ্ধার কাজ সম্পন্ন করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.