নোয়াখালী প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে নামছেন দলীয় নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও জনসভা করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে হাতিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এরপর আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে ঘিরে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ও গাড়িবহর নিয়ে নেতাকর্মীরা নলচিরা ঘাট এলাকায় জড়ো হতে থাকেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী স্পিডবোটযোগে নলচিরা ঘাটে পৌঁছালে নেতা-কর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কারীমুল হাই নাঈম বলেন, “প্রার্থী অনেকেই থাকবেন। কিন্তু মানুষ সেই প্রার্থীকেই বেছে নেবে, যিনি অতীতে দলের পাশে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। আমরা শত নির্যাতনের মধ্যেও ধানের শীষের পক্ষে কাজ করেছি, এখনও করছি এবং আগামীতেও করে যাবো।”
তিনি আরও বলেন, “সদস্য নবায়নের মাধ্যমে আমরা সারাদেশে একটি রাজনৈতিক বিপ্লব ঘটাতে চাই। আমাদের লক্ষ্য একটাই—রাষ্ট্র সংস্কার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও হাতিয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান কারীমুল হাই নাঈম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতিয়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।