স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় পিকআপ গাড়িতে গরু চুরি করে পালানোর সময় রুবেল শেখ (৩৮) ও মাসুদ রানা (৩৫) নামের দুই গরু চোর কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে এ ঘটনায় আরও তিন চোর পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে রুবেল শেখ এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা।
সোমবার (২০অক্টোবর) রাত ৮টায় লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে ওসি শরিফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তজিরুলসহ সঙ্গী ফোর্সদের সমন্বয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন টহল ডিউটি করছিল। পরে কুন্দসী মোড়ে একটি পিকআপ গাড়ির গতিবিধি সন্দেহ জনক মনে হলে তা থামার জন্য সংকেত দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক দিক পরিবর্তন করে দ্রæত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু নিয়ে ধাওয়া করতে থাকে। একপর্যায়ে কালনা চর-করফা মাদরাসার সামনে গেলে গরুসহ গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে থাকা তিনজন পালিয়ে গেলেও দুই চোর কে আটক করা হয়েছে। ৫৫ হাজার টাকা দামের ১টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।
এঘটনায় আটক দুই চোরসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জন কে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শরিফুল ইসলাম মঙ্গলবার (২১অক্টোবর) সকালে বলেন,গ্রেফতার দুইজন কে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.