সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়ায় পানিতে চুবিয়ে শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন 'মা' !
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। মায়ের নাম শারমিন সুলতানা (২৬)।
তিনি কলারেয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো: ইব্রাহিম খলিলের স্ত্রী।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার পুলিশ জানিয়েছে, শারমিন সুলতানা পুলিশ হেফাজতে রয়েছেন।
এর আগে সোমবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয় কাজিরহাট হাইস্কুলের পাশে খালের কচুরিপনার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার বেলা সাড়ে তিনটা থেকে পাঁচ দিন বয়সী শিশু কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
শিশুটির পিতা ইব্রাহিম খলিল বাড়িতে এসে বাচ্চাটিকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এসময় শিশুটির মা শারমিন সুলতানা তার সন্তানকে কেউ বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে মর্মে অভিযোগ তোলেন।
একপর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল কলারোয়া থানায় আসেন একটি সাধারণ ডায়েরি করার জন্য।
ঘটনা শুনে বিষয়টি সন্দেহজনক মনে হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বাচ্চাটির পিতা ইব্রাহিমকে নিয়ে তার বাড়িতে যান।
এসময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইব্রাহিমের স্ত্রী শারমিন সুলতানা নিজেই তার কন্যা শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
বিষয়টি জানার পর সোমবার রাতেই সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিনুর রহমানের নেতৃত্বে ডিবি ও কলারোয়া থানা পুলিশ সেখানে যান। এসময় ঘাতক মা শারমিন সুলতানার দেয়া তথ্য মতে রাত ১১ টার দিকে স্থানীয় কাজিরহাট হাইস্কুলের পিছনে খালের পানিতে কচুরিপনার মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির পিতা ইব্রাহিম খলিলের মা কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সুফিনুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে বৌমা শারমিন সুলতানার নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শিশুটির মা শারমিন সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.