মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে শুরু হয়েছে রবি মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রম। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা খাতের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৪৯৫ জন কৃষক এই প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে ১৫০ জন কৃষককে বাড়ির আঙিনায় আগাম শাক-সবজি চাষের জন্য ৭ প্রকার উফশী জাতের সবজির বীজ (মোট ৫০০ গ্রাম) দেওয়া হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে চাষের জন্য ৩৪৫ জন কৃষককে হাইব্রিড জাতের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশা চাষে সহায়তার অংশ হিসেবে বীজের পাশাপাশি ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে,
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কে এম মাহামুদুল হক প্রমুখ।
প্রধান অতিথি শ্যামানন্দ কুন্ডু ও কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান বলেন, “সরকারের এই প্রণোদনা কার্যক্রম কৃষকদের আগাম সবজি চাষে উৎসাহিত করবে, উৎপাদন বাড়বে এবং বাজারে আগাম সবজির সরবরাহ নিশ্চিত হবে।” তারা আরও জানান, এই উদ্যোগের ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.