বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বাবুগঞ্জ বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহারুল হক সহায়তা প্রদান করেন।
অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুত রাখার প্রমাণ পাওয়ায় তিনটি দোকানে মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.