রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুর-২ (নালিতাবাড়ি-নকলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবদুল্লাহ বাদশা মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে নালিতাবাড়ির কেন্দুয়া পাড়া ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি কেন্দুয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এসময় তিনি বলেন, "দেশে উন্নয়ন, স্বচ্ছতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই এবি পার্টির মূল অঙ্গীকার। আমরা কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই বিশ্বাস করি।"
গণসংযোগে তার সঙ্গে ছিলেন এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, যারা দলীয় প্রার্থীকে সর্বাত্মক সমর্থন জানান এবং একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় স্থানীয় বাসিন্দারা প্রার্থীর কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে ছিল রাস্তা-ঘাটের বেহাল দশা, স্বাস্থ্যসেবা সংকট, এবং কৃষকদের ন্যায্য দাম না পাওয়া। আবদুল্লাহ বাদশা এলাকাবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “আপনাদের সমস্যা আমার সমস্যা। যদি নির্বাচিত হই, তাহলে এই এলাকাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.