মধু মাহি, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
যুবদলের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেকুজ্জামান পলাশের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব স্তরের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে রাশেকুজ্জামান পলাশের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.