শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, “সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে, তারা ধর্মের কথা বলে ভোট চাইছে। কিন্তু তাদের অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে নিজেদের লোক ছাড়া অন্য কাউকে চাকরি দেয় না। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দলের জনপ্রিয়তা অসীম। বিএনপির যত কর্মী আছে, জামায়াতের তত ভোটারও নেই।”
কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুননবী ফজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তালুকদার, কাকিলাকুড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি গোলাম কিবরিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান উপস্থিতরা।