আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাস্তা বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা দোকানের পিছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশকসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে। ক্ষতিগ্রস্ত দোকান “মেসার্স জিসা এন্টারপ্রাইজ”-এর মালিক জাহাঙ্গীর আলম জানান, “প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের পেছনের টিন কাটা এবং ভেতরের মালামাল লুট করে নেওয়া হয়েছে। প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।