জয়পুরহাট প্রতিনিধি
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। সভা পরিচালনা করেন এসএম তারেকুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহ আলম ও সমাজসেবা কর্মকর্তা আসমা আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানো জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীলতা থাকলে দুর্ঘটনা কমানো সম্ভব। সকলকে সম্মিলিতভাবে এগিয়ে এসে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।