Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

যশোর প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন, বিআরটিএ যশোর সার্কেল ও সড়ক বিভাগ, যশোরের যৌথ আয়োজনে র‍্যালি, হেলমেট বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বের হয় একটি বর্ণাঢ্য র‍্যালি, যাতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, বিআরটিএর মোটরযান পরিদর্শক অনিমেশ পাল ও অফিস সহকারী স্বপন পাল প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচলের জন্য মানসম্মত হেলমেট, সিটবেল্ট ও ট্রাফিক আইন মানার কোনো বিকল্প নেই। নিয়ন্ত্রিত গতি বজায় রাখলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।