শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কাকিলাকুড়া গড়খোলা বাজারে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতির আনিসুর রহমান পিটারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, "সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ করার কথা রয়েছে। তারা ধর্মীয় বিষয় তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা প্রশ্নবিদ্ধ। দেশের বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে তারা শুধু নিজেদের দলীয় লোকদেরই নিয়োগ দেয়, অন্য কাউকে নয়।"
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী ফজু।
সভা সঞ্চালনায় ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী মাস্টার ও সাবেক যুবদল সভাপতি তানভীর আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব টুটুল, তাঁতীদল সভাপতি গোলাম কিবরিয়া ও যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.