ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পল্লী চিকিৎসক ডা. শাহজাহান খানের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় নুর উদ্দিন শামীম (২৪) নামে এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের গণু হাফেজের বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর রাত দেড়টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের আবদুল আজিজ খান পাঠান বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির পল্লী চিকিৎসক ডা. শাহজাহান খানের ঘরে ছিটকানি ভেঙে ৮ সদস্যের সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা ভেঙে নগদ ৪ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ডা. শাহজাহান স্থানীয় ভৈরব চৌধুরী বাজারের “খান ফার্মেসি”-এর মালিক ও একজন পল্লী চিকিৎসক।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নুর উদ্দিন শামীমকে গ্রেফতার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”