কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনতা ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পৌর মার্কেটে অবস্থিত জনতা ব্যাংকের কোটালীপাড়া শাখার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম। তিনি ১৯ জন কৃষকের মাঝে মোট ২৩ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেন।
ব্যাংকের কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মো. শাহিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ, এজিএম মেহেদী মাহমুদ মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির উন্নয়নে স্বল্পসুদে ঋণ বিতরণের মাধ্যমে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা জনতা ব্যাংকের অন্যতম অঙ্গীকার। তারা আরও জানান, ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে উন্নয়নমূলক সহায়তা অব্যাহত থাকবে।

