বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সংঘটিত এ ঘটনায় গ্রামের দুই বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন—কালিয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমরান হোসেন (৩৪) এবং পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ পারভেজ (২৩)।
স্থানীয়রা জানান, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরসহ কয়েকটি পরিবারকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস দলীয় পৃষ্ঠপোষকতা করায় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তারা ঘোষণা দেন, ওই পরিবারগুলো বিএনপির কার্যক্রমে অংশ নিতে পারবে না। এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দির ছেলে সাজু বদ্দির নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল গ্রামে হামলা চালায়।
এ সময় তারা জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে। গ্রামবাসী বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আরো লোকজন এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু দু’জনকে আটক করে জনতা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং আটক ইমরান ও আরিফকে হেফাজতে নেয়। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

