ফরিদপুর প্রতিনিধি
সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর জেলা যুবদল। এ ঘটনায় সংবাদমাধ্যমে প্রচারিত খবরের বিরুদ্ধেও আপত্তি তুলে তারা একে আজাদের বক্তব্যকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যায়িত করেছেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে এই ঘটনায় ফরিদপুর জেলা যুবদলের কোনো সদস্য বা নেতা জড়িত নয়। একে আজাদ ইচ্ছাকৃতভাবে যুবদলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অভিযোগ তুলেছেন।”
জাহাঙ্গীর হোসেন আরও বলেন, “এই অভিযোগটি দেশব্যাপী যুবদলকে হেয় করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। দুঃখজনকভাবে, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই তার বক্তব্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”
সংবাদ সম্মেলনে জেলা যুবদল একে আজাদের বক্তব্য ও প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি তারা সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করে।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম.এম. ইউসুফ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.