রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ হেকমত আলীকে বুধবার (২২ অক্টোবর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মরহুমের নিজ গ্রামে অনুষ্ঠিত গার্ড অব অনার অনুষ্ঠানে তাকে সর্বোচ্চ সম্মান জানানো হয়। তেরখাদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখি শেখ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।
থানার একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এক মিনিট নীরবতা পালন শেষে মরদেহ বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদ,চৌধুরী আবুল খায়ের, আবুজার ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুম শেখ হেকমত আলী মঙ্গলবার রাত সাড়ে দশটায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষসহ বহু মুসল্লি অংশ নেন।