শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বক্কর সিদ্দিকী।
সভায় ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন, “শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। শুধুমাত্র বলপ্রয়োগে কোনো ছেলে-মেয়েকে ভালো পথে আনা যায় না। বাবা-মাকে সন্তানের চলাফেরা ও মেলামেশার দিকে নজর দিতে হবে। পরিবার থেকে সচেতনতা শুরু হলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা অনেক সহজ হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র প্রশাসন একা কোনো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে না—এর জন্য সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা অপরিহার্য।”
সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতা ইসমাইল খাইরি, এনসিপি পলাশ উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, পল্লী বিদ্যুতের ডিজিএম এইচ এম সুমন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি।
বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পলাশ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে “মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি—কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে পলাশ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.