সিরাজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মাংসের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম।
অভিযানে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের চিকিৎসক ডা. জিননু রাইন এবং পৌরসভার পরিদর্শক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জিননু রাইন বলেন, “অভিযানকালে বেশ কয়েকটি দোকানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স পাওয়া যায়নি। পাশাপাশি ছাগী বা বকনা নির্দেশক লেবেল ব্যবহার করা হয়নি। রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানকালে খাবার অযোগ্য গরুর কলিজা জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয় এবং অন্যান্য দোকানিদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম বলেন, “শহরের বিভিন্ন মাংসের দোকানে নিম্নমানের মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।”
অভিযানে পুরাতন বাজারের ছাগলের মাংস বিক্রেতা মোস্তফা বিশ্বাসকে ১,০০০ টাকা, আব্দুস ছালামকে ৫০০ টাকা এবং কোটচাঁদপুর রোডের গরুর মাংস বিক্রেতা হাফিজুর রহমানকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”