Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

 দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে মৃগী রোগে আক্রান্ত মিঠুন হোসেন (২৫) নামের এক যুবক পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালি দক্ষিণ পাড়ায়। নিহত যুবক ওই এলাকার মোঃ সিদ্দিক হোসেনের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিঠুন হোসেনের বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মা তাকে খুঁজতে শুরু করেন। এরপর আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহায়তায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আনুমানিক ২০০ গজ দূরের লুৎফর রাহমানের পুকুর থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠুন হোসেন পুকুরে শাপলা উত্তোলনের জন্য নেমেছিলেন। কিছু শাপলা পাড়ের উপর রাখার পর পুনরায় পানিতে নামার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে ডুবে যান।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, “পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।