কোটালীপাড়া প্রতিনিধিঃ
শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে বিতরণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাভলুর পক্ষ থেকে ৫হাজার মাস্ক পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
আজ সোমবার অগ্রণী ব্যাংক ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ আমিনুল হক কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কার্যালয়ের উপস্থিত হয়ে এ মাস্ক হস্তান্তর করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলের এজিএম সমর কুমার রায়, এজিএম নুরুল আমিন, গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ দাউদ আলী, কোটালীপাড়া শাখা ব্যবস্থাপক মোঃ উজ্জল মোল্লা উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাভলু সাহেবের পক্ষ থেকে যে ৫হাজার মাস্ক দেওয়া হয়েছে তাহা শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।