Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের শিকল ভাঙতে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ খুলনায়–আজিজুল বারী হেলাল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের শিকল ভাঙার একমাত্র পথ। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বর্তমান সরকার গণতন্ত্রকে বন্দি করে রেখেছে। আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে।

তিনি বলেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়— এটি একটি পরিকল্পিত নাশকতা। একটি চক্র এসব ঘটনার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। কিন্তু সরকার এসব ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার রূপসা উপজেলা যুবদল আয়োজিত উপজেলা ভিত্তিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজিজুল বারী হেলাল বলেন, জামায়াতে ইসলামী জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা পিআর পদ্ধতির দাবিতে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে প্রতারণা করে তাতে স্বাক্ষর করেছে। আগামীতেও তারা এনসিপিকে বাদ দিয়েই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির অভিজ্ঞ নেতৃত্ব দেশের মানুষকে আবারও গণতন্ত্র ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করে হেলাল বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটি দেশকে আধুনিক, উন্নত ও কল্যাণভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে চায়।
তিনি আরও বলেন, খুলনা-৪ আসনসহ সারাদেশে সুপেয় পানি, আধুনিক রাস্তাঘাট, উন্নত হাসপাতাল এবং জননিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।

এছাড়া বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান ও সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক।

রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল মীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, মোল্যা এনামুল কবীর, আনিসুর রহমান বিশ্বাস, রিয়াজুল ইসলাম, এম এ সালাম, আছাফুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কাফি সখা, গোলাম মোস্তফা তুহিন ও আলমগীর হোসেন লালন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, হুমায়ূন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এসএম এ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন ও জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।