Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান,৩ হাজার মিটার জাল জব্দ

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। পরে এসব নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

অভিযানে অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সঙ্গীও পুলিশ ফোর্সসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, “মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বুধবার মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।”

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে এবং কেউ এ সময় নদীতে ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।