মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার আওতাভুক্ত গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় গাংনী এজেন্ট ব্যাংকিং কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
গাংনী এজেন্ট ব্যাংকিংয়ের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফকিরহাট শাখার ব্যবস্থাপক মো. রাহাত উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের এজেন্ট ব্যাংকিং ইনচার্জ মো. আব্দুল্লাহ ইবনে মাসউদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজেন্ট ব্যাংকিংয়ের হিসাবরক্ষক মো. মুরাদ আলী।
এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক এস. এম. নজরুল ইসলাম, শিক্ষক মেজবাহ উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী আলম শেখ, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার, অফিস সহায়ক আনোয়ার হোসেন কদর এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের অন্যান্য গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা এজেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কার্যক্রমকে সময়োপযোগী ও সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।